প্রথমবার ভারতের আকাশে দেখা গেল বিরল এই পাখি!

লকডাউনের সুফল! দুই মাসের বেশি সময় ধরে এই লকডাউনের ফলে প্রকৃতি সুস্থ হয়ে উঠেছে। ফিরে পেয়েছে হারানো সবুজ। লকডাউনের কারণে রাস্তায় মানুষের ঢল নামেনি। পাহাড়, সমুদ্র,  জঙ্গলে পর্যটকদের ভিড় নেই। এই সুযোগে সমুদ্রের পাড়ে ডিম দিতে এসেছিল কয়েক লাখ কচ্ছপ। দেশের বহু জায়গায় রাস্তায় বন্যপ্রাণীদের আনাগোনা দেখা গিয়েছে। আর এবার প্রথমবার ভারতের আকাশে দেখা দিল পবিত্র আইবিস পাখি!

ভদোদরার আকাশে দেখা মিলল পবিত্র আইবিস পাখির। আফ্রিকানরা এই পাখিকে পবিত্র বলে মনে করে। ভদোদরার আকাশে আইবিস পাখির ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সোরং দালভি নামের এক ইঞ্জিনিয়ার। ভদোদরার সান ফার্মা রোডের বাসিন্দা তিনি। পেশায় ইঞ্জিনিয়ার এই ব্যক্তি একজন পশুপ্রেমি। তাই সময় পেলেই পশুপাখির ছবি তুলতে ক্যামেরা হাতে বেরিয়ে পড়েন। এই নেশার টানে এবার নতুন এক আবিষ্কার করে ফেললেন তিনি।

পাখি বিশারদরা জানিয়েছেন, এর আগে কখনও ভারতের আকাশে আইবিস পাখি দেখা যায়নি। সোরং জানিয়েছেন, ভদোদরার একটি জঙ্গল থেকে তিনি ওই পাখির ছবিটি প্রথমে তুলেছিলেন। নিজে দেখে পাখিটিকে চিনতে পারেননি। তারপর বন্ধুকে গিয়ে সেই ছবি দেখান। এরপর এমএস প্রাণিবিদ্যা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেই পাখির ছবি। তারা নিশ্চিত করে ছবিটি আসলে আফ্রিকান আইবিস পাখির।

পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন আইবিস পাখি বিচরণ ক্ষেত্র দক্ষিণ থেকে মধ্য আফ্রিকা। কাজাকিস্তান, তুরস্ক, ইরাক ও রাশিয়ায় কখনও কখনও দেখা মেলে এই পাখির।

Previous articleবেসরকারি স্কুলগুলিকে অতিরিক্ত ফি না নেওয়ার আবেদন শিক্ষামন্ত্রীর
Next articleকরোনা থেকে দৃষ্টি ঘোরাতেই চিনের এই আগ্রাসন, মন্তব্য কর্নেল সব্যসাচী বাগচীর