সেনাকে যে কোনও পন্থা অবলম্বনের অনুমতি কেন্দ্রের

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে কোনও চিনা আগ্রাসন হলে, তা মোকাবিলার জন্য সেনাকে যে কোনও পন্থা অবলম্বনের অনুমতি দিল কেন্দ্র। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
নিজের এলাকায় দখলদারি মানবে না ভারত। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে সেনার। নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত। লাদাখের পরিস্থিতি নিয়ে গতকাল গভীর রাতে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হয়। ইতিমধ্যেই চিন সীমান্ত লাগোয়া সব রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।

Previous articleবুদ্ধদেব ভট্টাচার্য-এর বাড়ির কাছে সাফাইকর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
Next articleসাত বড় সংস্থা বয়কট করে সুশান্তকে, মৃত্যুর পর সামনে চাঞ্চল্যকর তথ্য