ন্যূনতম ৫০টাকা ভাড়া না পেলে শহরের বুকে ট্যাক্সি না চালানোর হুমকি মালিক সংগঠনের

লকডাউন পরবর্তী সময়ে এখন বিশেষ কিছু এলাকা ছাড়া চলছে আনলক ফেজ ওয়ান। সরকারি নির্দেশ মেনে ধীরে ধীরে মেনে খুলছে অফিস-কাছারি, শপিং মল, হোটেল, রেস্তোরাঁ। কিন্তু এই প্রতিষ্ঠানগুলিতে কর্মরত মানুষজন যাবেন কীভাবে? পুরনো ভাড়ার জন্য এখনও সর্বত্র চলছে না বেসরকারি বাস। নেই ট্রেন বা মেট্রো। অগত্যা অনেকেই ট্যাক্সির উপর নির্ভর করতে হচ্ছে।

কিন্তু ট্যাক্সি ভাড়াও বেঁধে দিয়েছে সরকার। করোনা আবহে ট্যাক্সিতে যাত্রী নেওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ লাগু হয়েছে। বিধি নিষেধ মানলেও যাত্রী সেই অর্থে নেই। ফলে লোকসানে রান করতে হচ্ছে। সেই কারণেই রাস্তায় গাড়ি নামলেও ফের ভাড়া নিয়ে অন্তোষ। ধর্মঘটের ডাক ট্যাক্সি মালিক সংগঠনের।

এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে ট্যাক্সি মালিক সংগঠন। দাবি, আগামী ২৭ জুন থেকে ট্যাক্সিতে উঠলে ৩০ টাকার বদলে ন্যূনতম ভাড়া ৫০ টাকা করতে হবে।

আর এই দাবি মানা না হলে লাগাতার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছেন ট্যাক্সি মালিকদের বৃহত্তম সংগঠন বেঙ্গল ট্যাক্সি ইউনিয়ন। পুরো বিষয়টি নিয়ে আপাতত তাঁরা পরিবহন দফতরের কোর্টে বল ছেড়েছেন!

Previous article“তমোনাশকে বাঁচানো যাবে কি না জানি না”- আশঙ্কিত মমতা
Next articleপ্রধানমন্ত্রীর বৈঠকে না যাওয়ার ব্যাখ্যা মমতার