রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্যপদে ভারত

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের অস্থায়ী সদস্যপদ পেল ভারত। এক্ষেত্রে ভারতের দরকার ছিল দুই তৃতীয়াংশ সদস্য দেশের সমর্থন। নিরাপত্তা পরিষদের ১৯২ সদস্য দেশের মধ্যে ১৮৪ টি দেশ সমর্থন করেছে। ১ জানুয়ারি ২০২১ থেকে দুবছর কার্যকালের মেয়াদ।

এর আগেও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে ভারত। রাষ্ট্রসংঘে স্থায়ী সদস্যপদ রয়েছে চিন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও আমেরিকার। অস্থায়ী সদস্যপদের তালিকায় নাম রয়েছে এস্তোনিয়া, নাইজের, সেন্ট ভিনসেন্ট এবং গ্রিনাডাইন্স, টিউনিশিয়া, ভিয়েতনামের।

Previous articleহ্যাঁ, সুশান্তর “খুনি” আমরা সবাই যারা অযোগ্যদের নিয়ে নেচেছি
Next articleফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত জানেন?