নো ক্যান্ডেল-নো কেক-নো সেলিব্রেশন! করোনা আর লাদাখ সীমান্তে চিনা আগ্রাসনে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার ঘটনার পর রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে কোনও উৎসব নয়। তাই সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুঃস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ৫৬ ইঞ্চি ছাতি! কিন্তু এত জন জওয়ানের মৃত্যু সেই কথা বলে না।