গালওয়ান উপত্যকার সংঘর্ষে চিনা সেনার হাতে আটক ১০ জওয়ান ফিরে এসেছেন ভারতীয় শিবিরে। এই ১০ জনের মধ্যে ৪ জনই সেনা অফিসার।

সোমবারের লাদাখ- সংঘাতের পর থেকেই মেজর জেনারেল স্তরে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।
সূত্রের খবর, সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত মেনেই ছেড়ে দেওয়া হয়েছে আটক ১০ ভারতীয় জওয়ানকে। বৃহস্পতিবার অবশ্য প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছিলো, সেদিনের সংঘাতে ভারতের কোনও জওয়ান নিখোঁজ নেই। প্রত্যেকেই শিবিরে ফিরেছেন।