চিনা পণ্য বয়কটেও আর্থিক ক্ষতি হবে না বিসিসিআই-এর

চিনা পণ্য বয়কট করলেও আর্থিক ক্ষতি হবে না বিসিসিআইয়ের, দাবি কোষাধ্যক্ষ অরুণ ধুমলের। লাদাখে পরিস্থিতি ক্রমেই জটিল হওয়ায়
চিনা পণ্য বয়কটের আবহ তৈরি হয়েছে এদেশে । ভারতীয় রেল পর্যন্ত ৫০০কোটি টাকার চিনের সংস্থার বরাত বাতিল করেছে। একই পথে হেঁটে টেলিকম মন্ত্রক ঘোষণা করেছে BSNLএবং MTNL এর পরিষেবায় চিনের কোনও দ্রব্য ব্যবহার করা যাবে না । এই আবহে অনেকেই মনে করেছিলেন যে আর্থিক ক্ষতি হবে বিসিসিআইয়েরও। কিন্তু শুক্রবার বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেট বোর্ড চিনা সংস্থাকে কোনও টাকা দেয় না, উল্টে তাদের থেকে বিজ্ঞাপন বাবদ টাকা পায়। চিনা পণ্য বয়কট করলেও চুক্তি অনুযায়ী বোর্ডকে টাকা দিতে বাধ্য তারা।

Previous articleকরোনা আক্রান্তে মৃত্যু সন্দেহে দেহ সৎকারে বাধা, ভাটপাড়ায় ধুন্ধুমার
Next articleকরোনার ধাক্কায় পিছিয়ে গেল অস্কার