Sunday, November 16, 2025

করোনায় মৃত কলকাতা পুরসভার কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস ফিরহাদের

Date:

কলকাতা পুরসভার এক কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে আজ, শনিবার কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, এই ঘটনা সত্যি দুঃখজনক। একইসঙ্গে ওই মৃত পুরকর্মীর পরিবারের পাশে পুরসভা সবরকম ভাবে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। তবে সেইসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই পুরকর্মী কিন্তু লকডাউনের আগে থেকে অফিসে আসছিলেন না।

এর পাশাপাশি ফিরহাদ হাকিম একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি জানিয়েছেন,শহরজুড়ে ড্রেনেজের কাজ মোটামুটি ভালই হচ্ছে। কারণ, এখন বর্ষা পড়ে গেছে। বর্ষার জল শহর কলকাতায় যে জায়গাগুলোতে জমে মূলত সেই জায়গাগুলোতে এখন আর সেভাবে জমছে না। আর জমলেও খুব তাড়াতাড়ি তা বার হয়ে যাচ্ছে। তাঁর দাবি, আগে যেখানে তিন-চারদিন ধরে জল জমে থাকত, এখন কিন্তু তা হচ্ছে না। পুরসভার পক্ষ থেকে কাজের তদারকি করা হচ্ছে খুব ভালোভাবে।

অন্যদিকে তিনি এও জানিয়েছেন, খিদিরপুরের ৭৬, ৭৭ নম্বর ওয়ার্ডের কিছু সমস্যা আছে। সেখানে কোনও কোনও জায়গায় জল জমছে। ড্রেনেজের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। পাম্পিং স্টেশন সেখানে কাজ করছে।

কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক আরও একটি বিষয় উল্লেখ করে বলেছেন, অনেকেই জমি কিনে ফেলে রেখেছেন। পুকুর বা জলাশয় কিনে ফেলে রাখছে। তারপর সেই জায়গায় আবর্জনা জঙ্গলে পরিণত হচ্ছে। পুরসভার তরফ থেকে সমস্ত জমির মালিককে বলা হচ্ছে তাঁরা যেন তাঁদের নিজস্ব জায়গা অবিলম্বে পরিষ্কার করে। সেই জায়গা থেকে অসুখ-বিসুখের সম্ভাবনা বেশি থাকে। যদি তাঁরা পুরসভার নির্দেশ পালন না করেন, তাহলে পুরসভার তরফ থেকে তাঁদের নোটিশ দেওয়া হবে। এবং আগামীদিনে এইসব জমি বা জলাজমির মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে।

Related articles

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...

শহর-কেন্দ্রে এমুনারেশন ফর্ম বিতরণে বিপত্তি! ‘নিখোঁজ’ ৩০ শতাংশ ভোটার 

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে মোট ভোটারদের প্রায় ৯৯.৬ শতাংশকে এমুনারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি...
Exit mobile version