টানা ১৪ দিন ধরে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম !  

টানা ১৪ দিন ধরে বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম। শনিবারও দাম বড়ল। এইভাবে পেট্রোল, ডিজেলের বৃদ্ধিতে চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে। এই দাম যে আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছবে সেটাই ভাবছেন সবাই।

পেট্রোল-ডিজেলের দাম কোথায় কত?
দেখে নিন…

দিল্লি: শনিবার প্রতি লিটার পেট্রোলের দাম ৭৮.৮৮। বেড়েছে ৫১ পয়সা।
ডিজেল: ৭৭.০৬ বেড়েছে ৬৩ পয়সা।

কলকাতা : শনিবার প্রতি লিটার পেট্রোলের দাম ৮০.৬২। বেড়েছে ৪৯ পয়সা।
ডিজেল: ৭২.৫৩। বেড়েছে ৫৭ পয়সা।

মুম্বই: শনিবার পেট্রোলের দাম ৮৫.৭০। বেড়েছে ৪৯ পয়সা।

Previous articleপূর্ব লাদাখে শেষ হলো ব্রিজ নির্মাণের কাজ
Next articleফেসবুক লাইভে যোগ প্রশিক্ষণ, উদ্যোগ জে এন রায় হাসপাতালের