ফেসবুক লাইভে যোগ প্রশিক্ষণ, উদ্যোগ জে এন রায় হাসপাতালের

করোনা আবহে অভিনব উদ্যোগ জে এন রায় হাসপাতালের। ফেসবুক লাইভের মাধ্যমে আয়োজন করা হয়েছে যোগ প্রশিক্ষণ। রবিবার বিকেল চারটে নাগাদ জে এন রায় হাসপাতালে ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান হবে। যেখানে প্রশিক্ষণ দেবেন নন্দিনী চৌধুরী।

https://www.facebook.com/J-N-RAY-Hospital-851611755000561/

প্রসঙ্গত, রবিবার ২১ জুন বিশ্ব যোগ দিবস। নন্দিনী চৌধুরী জানান, লকডাউনের মধ্যে এর আগেও ফেসবুক লাইভের মাধ্যমে যোগ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মহামারি পরিস্থিতিতে যোগের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, সুস্থ ও সতেজ থাকা এই লাইভের মূল উদ্দেশ।রবিবার বিশ্ব যোগ দিবস হওয়ায় ওই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

https://maps.app.goo.gl/MaKRYzj9qHEqzHyA7

http://www.jnrayhospital.com

Previous articleটানা ১৪ দিন ধরে বাড়ল পেট্রোল, ডিজেলের দাম !  
Next articleশেষ রক্ষা হলো না! মার্কিন পুলিশের হাতে গ্রেফতার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী রানা