Thursday, August 28, 2025

“ওখানে আমাদের সীমান্ত পেরিয়ে কেউ আসেনি। আবার আমাদের এলাকার কেউ ওখানে বসেও নেই।” শুক্রবার সর্বদল বৈঠকের পর এ কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক্ষেত্রে ওখানে অর্থাৎ লাদাখ এবং কেউ অর্থাৎ চিনা সেনাবাহিনীর কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব লাদাখে চিনা সেনার আক্রমণের শহিদ হয়েছেন ২০ জন জওয়ান। এমনকী গালওয়ান উপত্যকার সংঘর্ষে চিনা সেনা আটক করে ১০ জওয়ানকে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ভারতের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। বিরোধী শিবির থেকে প্রাক্তন সেনা কর্তাদের প্রশ্ন, চিনের সেনা ভারতের এলাকায় না ঢুকলে কীভাবে ২০ জন ভারতীয় সেনা শহিদ হলেন? কীভাবে ৭৬ জন আহত হলেন? কীভাবে চিনা সেনা ৪ জন অফিসার সহ ১০ জনকে আটকে রাখল?

১৫ জুন গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয়। এই নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি বিবৃতিতে বলেন, “চিন ঐক্যমত থেকে সরে এসেছে। একতরফা স্থিতাবস্থা বদলাতে চেয়েছে বলে সংঘর্ষ ঘটে। আমাদের যাবতীয় কার্যকলাপের দিকেই ঘটেছিল। অর্থাৎ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে।” স্পষ্টতই প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য মিলছে না।

বিরোধীদের প্রশ্ন, প্রধানমন্ত্রী কি মেনে নিচ্ছেন গালওয়ান উপত্যকায় যেখানে চিনের সেনা রয়েছে সেটা তাদের এলাকা? আগেই বিরোধীরা অভিযোগ করেছিল, চিন ভারতের এলাকা দখল করে নিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী কোনও পদক্ষেপ গ্রহণ করছেন না। শুক্রবারও বিদেশমন্ত্রক বলেছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে অংশ চিনের কাছে রয়েছে তা গালওয়ান উপত্যকার অংশ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version