আজ ২১ শে জুন! এ রাজ্যের বামপন্থীদের কাছে বিশেষ একটি দিন। ঐতিহাসিক একটি দিন। গর্বের দিন। ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গে প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিলো এই দিনটিতেই। আর তাই বিশেষ দিনটিকে স্মরণে রেখে বিশেষ আয়োজন করা হলো যাদবপুরে বামেদের শ্রমজীবী ক্যান্টিনে।
লকডাউন পর্ব থেকে যাদবপুর রান্নাঘর চলছে। আজ ৮১ তম দিন। লকডাউন পর্বে ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দিয়েছিল বামেরা। আর আনলক ফেজ ওয়ানে মাত্র ২০ টাকার অনুদান পেটপুরে দুপুরের খাবার দিচ্ছে বামেদের শ্রমজীবী ক্যান্টিন।
তারই মাঝে রাজনৈতিক ভাবে তাঁদের জন্য এই বিশেষ দিনটিকে একটু অন্যভাবে বেছে নিয়েছেন সিপিএম নেতা সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহকর্মীরা। আজকের দিনটিতে যাদবপুর রান্নাঘরে তাই বিশেষ মেন্যু। বাসন্তী পোলাও, আর
সঙ্গে সুস্বাদু আলুর দম!
তৈরি হলো নতুন রেকর্ডও। শ্রমজীবী ক্যান্টিনের খাবারের প্যাকেট ডিস্ট্রিবিউট করা হলো আরও একটি নতুন অঞ্চলে। সব মিলিয়ে ৬০০ জন মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হলো এদিন।
এদিন শ্রমজীবী ক্যান্টিনে বিশেষ মেন্যু বিতরণের জন্য হাজির ছিলেন বিধানসভায় বাম পরিষদীয় নেতা তথা যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী, পার্থপ্রতিম বিশ্বাস, উষশী চক্রবর্তী-সহ আরও অনেকে।