মোদির প্রকল্পে নাম নেই বাংলার: রাজ্যের প্রতি বঞ্চনায় সরব অভিষেক

পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পের তালিকায় কেন বাংলার নাম নেই? নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন বাংলার ১১ লক্ষ পরিযায়ী শ্রমিককে অবহেলা করা হল? গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলার নাম নেই কেন?” বাংলার মানুষের প্রতি এই বৈষম্যের জবাব চান অভিষেক।

কয়েকদিন আগেই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। প্রকল্পের সুবিধা পাবে দেশের ছটি রাজ্য। কিন্তু বাংলায় ১১ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরলেও, তালিকা এ রাজ্যের নাম নেই। বাংলার প্রতি এই বঞ্চনা নিয়েই সরব হয়েছেন অভিষেক। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি মোদির এই অবহেলা কেন?

Previous article “যা হয়েছি বাবার জন্য, হ্যাঁ আমি প্রিভিলেজড” বিতর্ক উস্কে সোনামের বার্তা
Next articleভক্ত ছাড়াই রথযাত্রার অনুমতি চেয়ে আর্জি শীর্ষ আদালতে