সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি

গত কয়েকদিন ধরে দিল্লিতে মাত্রা ছাড়া গরমে নাজেহাল হয়ে উঠেছিলেন মানুষ ৷ সোমবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভাসছে দিল্লি ও এনসিআর-এর একাধিক এলাকা। গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী ৷ দিল্লি ও আশপাশের এলাকায় বর্ষা ২৫ জুন বা তারপরে ঢুকবে বলে জানিয়েছে মৌসম বিভাগ ৷ যদিও দেশের বেশ কিছু জায়গায় বর্ষা ঢুকে গিয়েছে ৷
মৌসম বিভাগের পূর্বাভাস, সোমবার সারাদিনই মেঘলা আকাশ থাকবে ৷ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ ২৩ জুনও আবহাওয়ার কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।
ইতিমধ্যেই দিল্লির দিলশাদ  গার্ডেন, দিলশাদ  কলোনি, সীমাপুরি ও উত্তরপ্রদেশের গাজিয়াবাদে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে ৷
বৃহস্পতিবার দিল্লিতে প্রায় ৪৬ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাপমাত্রা ৷ তবে আপাতত এই বৃষ্টির জেরে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ৷

Previous articleকরোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এখন ভাল আছেন
Next articleBreaking : সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, এক ভারতীয় সেনার মৃত্যু