ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, এই নিয়ে টানা ১৬ দিন

ফাইল ছবি

লাগাতার বেড়েই চলেছে পেট্রোল এবং ডিজেলের দাম। এই নিয়ে টানা ১৬ দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গত ১৬ দিনে এক ধাক্কায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ২২ পয়সা।

সোমবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৮১ টাকা ২৭ পয়সা এবং ডিজেলের দাম ৭৪ টাকা ১৪ পয়সা। অন্যদিকে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৮০ টাকা ছুঁতে চলেছে। প্রতি লিটার পেট্রোলের দাম ৭৯ টাকা ৫৬ পয়সা। ডিজেলের দাম ৭৮ টাকা ৮৫ পয়সা। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম হয়েছে ৮৬ টাকা ৩৬ পয়সা। প্রতি লিটার ডিজেলের দাম ৭৭ টাকা ২৪ পয়সা। এদিন চেন্নাইয়ে পেট্রোলের দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮২ টাকা ৮৭ পয়সা এবং ডিজেলের ৭৬ টাকা ৩০ পয়সা।

Previous articleBreaking : সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, এক ভারতীয় সেনার মৃত্যু
Next articleসদিচ্ছার জেরে ফের মাথা তুলেছে কাঁকুড়গাছি ESI-এর আজন্মের সঙ্গী ‘মৃতপ্রায়’ অশ্বত্থ