Wednesday, December 17, 2025

চৈতন্য, দিলীপ এবং বদলা, কৃশানু মিত্রের কলম

Date:

Share post:

কৃশানু মিত্র

দিলীপ ঘোষ যেদিন প্রথমবার রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন, সেদিন তার সংক্ষিপ্ত বক্তব্যে অনেক নামের সাথে একটি নাম উল্লেখ করেছিলেন, # চৈতন্য_মহাপ্রভু । বাংলার রাজনীতিতে অনেক নাম নিয়ে কথা হয়, অনেক মনীষির লেগ্যাসিকে ব্যবহারের চেষ্টা হয়, কিন্তু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম সচরাচর সেই ভাবে নেওয়া হয় না। চৈতন্য মহাপ্রভুর মতো জননেতা ভারতবর্ষে খুব একটা কেউ হননি (জননেতা বলতে আজ আমরা যা বুঝি আক্ষরিক অর্থে ঠিক তাই)। চৈতন্য মহাপ্রভু কোনও রাজপুত্র, রাজা বা রাজ্য জয় করা সম্রাট ছিলেন না। কোনও নতুন ধর্মের প্রবর্তক বা ধর্ম প্রচারক ছিলেন না। চৈতন্য মহাপ্রভু ছিলেন একজন প্রকৃত জননেতা (আজ যেমন আদর্শ নেতৃত্বর কামনা করি)। সেই যুগের সমাজ জীবনের প্রতিটি আঙ্গিকে ছিল তার প্রশ্নাতীত কর্তৃত্ব। ধর্ম, সংস্কৃতি, রাজনীতি, প্রশাসন, রাজতন্ত্র, সব বিষয় তিনিই ছিলেন মানুষের অভিভাবক, তিনিই ছিলেন শেষ কথা। আর চৈতন্য চেতনার মূলই হল # প্রেম, # নিবিড়_প্রেম , ইংরাজিতে যাকে বলে Intense Love। কিছু ধার্মিক মতবাদের বাইরে মূলধারার রাজনৈতিক মতবাদগুলির মধ্যে খোলাখুলি হিংসাকে মান্যতা দেয় শুধু কমিউনিজম বা কমিউনিস্টবাদ।

বিজেপি যখন ছাড়ি তখন পার্টির সাথে আমার মতবিরোধের অনেক কারণের মধ্যে প্রধান ছিল বাংলার বিজেপি ও সংঘ পরিবারে বাঙালিকরণের অভাব ও সংগঠনে কমিউনিস্টদের বারবারন্ত। পার্টি ও পরিবারে তৃণমূল স্তরে মুড়িমুরকির মত কমিউনিস্টদের ঢুকতে দেওয়া এবং তাদের লাগামহীন ক্ষমতায়ন। কমিউনিস্টদের মধ্যে তথাকথিত শিক্ষিত আর ভদ্রলোক থাকা সত্ত্বেও তাদের মধ্যে চৈতন্য মহাপ্রভুর এই নিবিড় প্রেম বা # intense_love এর তত্বকে মান্যতা দেওয়া বা বোঝার লোক নেই বললেই চলে। ওরা মার, দখল, পাল্টা দখল, নিকেষ আর বদলার মতো তত্ত্ব যত সহজে বোঝেন, নিবিড় প্রেমের তত্ব বোঝেন না। আর প্রতিনিয়ত ‘মার কা বদলা মার’, দখল আর বদলার জন্য যে মানসিকতা বা সামাজিক ব্যবস্থার প্রয়োজন, সেটার জন্য বাঙালি জাতি বা বাঙালি সমাজ কখনই প্রস্তুত নয় বলে আমার মনে হয়। আমরা কি, ছেলে – মেয়ে, গরিব – ধনী – মধ্যবিত্ত, সাধারণ – অসাধারণ নির্বিশেষে কুর্দি জাতির মত লড়তে প্রস্তুত? কারণ বদলা এক দিকে হাঁটে না, বদলা উল্টো দিকেও হাঁটে। আমাদের কুর্দি সমাজের মত ‘পষমের্গা’ বাহিনী নেই, আর দিনরাত বছরের পর বছর লড়াই চালানোর মানসিকতাও নেই। এক ঘন্টা আলো না থাকলে আমরা ছটফট করি, এক দিন আলো না থাকলে আমরা বিক্ষোভ দেখাই। কল খুললে জল না এলে আমরা চোখে অন্ধকার দেখি। তাই যে বদলার কথা দিলীপ ঘোষ বলে সেই বদলার সাথে বাংলা একাত্ম নয়। যখন কেউ বলে, # বদলা_নয় – # বদল_চাই , তখন সেটা তার দায়িত্ববোধ, কর্তব্যবোধ। এটাই আমাদের দেশে, আমাদের সমাজে ব্যবহারিক বা practical। দিলীপবাবু যা বলছেন সেটা হল বিজেপির পূর্ণ সিপিএমিকরণ।

এই বিজেপি সিপিএম-এর মতো বদলার রাজনীতিতে বিশ্বাসী। এই বিজেপি চৈতন্য মহাপ্রভুকে কাপুরুষ মনে করে। এই বিজেপির পথ কখনই বাংলার পথ নয়। ধন্যবাদ দিলীপ ঘোষ, সেই বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য।

spot_img

Related articles

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে ইকো পার্কের (Newtown fire) কাছে বুধবার সন্ধে সাতটা নাগাদ ভয়াবহ আগুন লাগে। ঘুনি...

ইরানে খেলতে না যাওয়ার জের, মোটা অঙ্কের জরিমানা সঙ্গে কড়া শাস্তি বাগানের

পর পর দুই মরশুম এসিএল(ACL2) থেকে নাম প্রত্যাহারের জের। ২০২৭-২৮ মরশুম পর্যন্ত এএফসির টুর্নামেন্টে খেলতে পারবেনা মোহনবাগান(Mohun Bagan),...