Monday, August 25, 2025

ভারতের ওপর বাড়তি চাপ তৈরি করতেই চিন নেপালের প্রায় ৩৩ হেক্টর জমি দখলে নিয়েছে। এবং সেখানে আউট পোস্ট তৈরির প্রক্রিয়া শুরু করছে। চিন নেপালের জমি দখল খবর সামনে আসার পরে এই আশঙ্কাই তৈরি হয়েছে৷

নেপালের কৃষি মন্ত্রকের পক্ষ থেকে বুধবার ১১ টি স্থানের একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷ তালিকায় দেখা গিয়েছে, চিন নেপালের প্রায় ৩৩ হেক্টর জমি নিজের দখলে নিয়েছে। আর সেখানেই আউট পোস্ট তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। বলা হয়েছে, দু’দেশের স্বাভাবিক সীমানা হিসাবে যে নদী বয়ে চলেছে, তার গতিপথও সেই কারণে বদলে দিয়েছে চিন।

এই ৩৩ হেক্টরের মধ্যে ১০ হেক্টর জমি দখল করা হয়েছে নেপালের হুমলা জেলায়৷ এখানে চিন নির্মাণকাজ চালানোর ফলে বাগদারে খোলা নদীর গতিপথ পাল্টে গিয়েছে।
রাসুয়া জেলাতেও চিন ৬ হেক্টর জমি দখল করেছে৷ এখানেও একাধিক নদীর গতিপথ পাল্টে দেওয়া হচ্ছে । সিন্ধুপালচক জেলার ১১ হেক্টর জমি খারানে খোলা ও ভোতেকোশি, এই দুই নদীর স্বাভাবিক সীমানা তিব্বতের মধ্যে পড়ছে দাবি করে দখল করেছে চিন। এতখানি জমি দখল হওয়ার কারণেই নেপালের কৃষি মন্ত্রকের তরফে
প্রশাসনকে বলা হয়েছে, চিনের আগ্রাসনের ফলে নেপালের আরও জমি চলে যেতে পারে।

ওদিকে, চিনের আরও এক কৌশল সামনে এসেছে৷ সম্প্রতি নেপালে চিন সরকার একটি ওয়ার্কশপের আয়োজন করে৷ ওই ভার্চুয়াল ওয়ার্কশপের মূল বিষয়ই ছিল, কীভাবে প্রশাসন আরও‌ সুশৃঙ্খল ভাবে চালানো যায়। রাজনৈতিক মহল মনে করছে, এর মাধ্যমেই নেপাল প্রশাসনে সরাসরি শি জিনপিংয়ের নাক গলানো শুরু হয়ে গেল।

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version