চিনের সঙ্গে কোনও বৈঠক নয় রাশিয়ায়: রাজনাথ সিং

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীকে পরাজয়ের ৭৫ বছর পূর্তি হলো বুধবার। সেই অনুষ্ঠানে যোগ দিতে রাশিয়া গিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন চিনের প্রতিরক্ষামন্ত্রীও। কিন্তু রাজনাথ সিং সাফ জানিয়ে দিয়েছেন, বিতর্কের আবহে চিনের সঙ্গে কোনও বৈঠক হবে না।

প্রসঙ্গত, এস ৪০০ ক্ষেপনাস্ত্র রোধ করার সরঞ্জাম রাশিয়ার কাছ থেকে যাতে ভারত তার জন্য মঙ্গলবার বৈঠক করেন রাজনাথ সিং। কিন্তু চিনের সঙ্গে বৈঠকের নারাজ প্রতিরক্ষামন্ত্রী। এদিনের অনুষ্ঠানে দুজনের মধ্যে দেখা হয় এবং সৌজন্য হয়। সাধারণভাবে কোনও মঞ্চে দুই দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রী উপস্থিত থাকলে, তাঁরা আলাদা করে বৈঠক করেন।

Previous articleমুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে সর্বদল
Next articleতমোনাশ অকালে চলে যাওয়ায় সকলকে করোনা নিয়ে সতর্ক বার্তা অধীরের