ছাড় রেখে রাজ্যে বাড়ছে লকডাউন: মমতা

কিছু ছাড় দিয়ে পুরো জুলাই মাসে রাজ্যে থাকবে লকডাউন। সর্বদল বৈঠকের পর নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 31 জুলাই পর্যন্ত রাজ্য লকডাউন থাকবে। তবে যে যে বিষয় ছাড় আছে, সেগুলি বহাল থাকবে।

মুখ্যমন্ত্রী বলেন, এই বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে তাঁর কথা হয়েছে। সব রাজনৈতিকদলই যে এ বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সহমত পোষণ করেছে, তা নয়। কিন্তু প্রত্যেকেই বক্তব্য সংক্রমণ রোধে পদক্ষেপ করতে হবে। সেই মতোই এই সিদ্ধান্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, “দেশ জুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এক্ষেত্রে আমরা যদি সংযম দেখিয়ে সেই তালিকাটা কিছুটা কমাতে পারি, সেটা দেশের ক্ষেত্রেও ভালো”।
একই সঙ্গে তিনি জানান, জুলাই মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না সে বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

Previous articleকরোনা-আমফান পরিস্থিতি পর্যালোচনায় নয়া কমিটি গঠন
Next articleসরে যাওয়ার নামগন্ধ নেই, উল্টে গালোয়ান উপত্যকায় সামরিক কাঠামো বানাচ্ছে চিন!