করোনা-আমফান পরিস্থিতি পর্যালোচনায় নয়া কমিটি গঠন

করোনা পরিস্থিতি নিয়ে বুধবার নবান্নে সর্বদল বৈঠকে একাধিক দলের সদস্য নিয়ে কমিটি গঠন করা হল। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রাজ্যের সংক্রমণের অবস্থা ও আমফানের পরবর্তী পরিস্থিতিতে নিয়ে এই কমিটি রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে কাজ করা হবে। মমতা বলেন, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন অঞ্চল। সেই কারণে এই কমিটি সুন্দরবনের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করবে। সেই প্ল্যানের রিপোর্টের ভিত্তিতে কাজ করা হবে।

Previous articleশহিদ স্মরণে মন্ত্রী রাজীবের গাওয়া অসাধারণ গান
Next articleছাড় রেখে রাজ্যে বাড়ছে লকডাউন: মমতা