সিপিএম বিধায়কের দেহরক্ষী ভিড়ের দিকে রিভলবার তাক করে এগোচ্ছেন! তুঙ্গে বিতর্ক

বন্দুক তাক করে তেড়ে যাচ্ছেন সিপিএম বিধায়কের দেহরক্ষী। আর সেটাও কিনা ভুল করে! ঘটনাকে কেন্দ্র করে উত্তর দমদমের সিপিএম বিধায়ক তন্ময় ভট্টচার্য বিতর্কের কেন্দ্রে।

কী হয়েছিল বৃহস্পতিবার আমডাঙায়? আমফান দুর্নীতি নিয়ে বাম-কংগ্রেসের যৌথ ডেপুটেশন ছিল এদিন আমডাঙা থানায়। থানার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন তন্ময়। হঠাৎ সামনের কিছু মানুষ তন্ময়বাবুর দিকে উত্তেজিত হয়ে এগোতে থাকেন। গাড়িতে কাচ তুলে বসে থাকা তন্ময়বাবুর নিরাপত্তারক্ষীর ধারণা হয়, লোকজন তন্ময়বাবুর দিকে তেড়ে আসছেন। তিনি গাড়ি থেকে বেরিয়ে প্রথমে তাদের দিকে তেড়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যে কোমর থেকে পিস্তল নামিয়ে উত্তেজিত জনতার দিকে তেড়ে যান। সমস্যা বাড়ে। কিছুটা বিস্মিত হয়ে তন্ময়বাবু তাঁর নিরাপত্তারক্ষীকে সামলাতে নামেন। শেষে অপারগ হয়ে নিরাপত্তারক্ষীকে মারতেও দেখা যায়। কিন্তু কেন এই ভ্রান্তি? গাড়িতে কাচ তুলে সিপিএম বিধায়কের নিরাপত্তারক্ষী বসেছিলেন। ফলে বাইরে কী ঘটছে শুনতে পাননি। ফলে তন্ময়ের দিকে লোকজনকে এগোতে দেখে মনে হয়েছিল আক্রান্ত হতে চলেছেন! তন্ময় ভট্টচার্যকে ফোনে না পাওয়ায় এই বিতর্ক আরও বেড়েছে।

Previous articleএবার নামি স্কুলের বিরুদ্ধে বেতন বৈষ্যমের অভিযোগ শিক্ষক-শিক্ষিকাদের
Next articleরাজ্যে করোনায় মৃত্যু ৬০০ ছাড়ালো, শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত আরও ৪৭৫