স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের দাবিতে এবার ভার্চুয়াল অনশন চাকরিপ্রার্থীদের

স্কুল সার্ভিস কমিশনে দ্রুত নিয়োগের দাবিতে এবার প্রযুক্তিকে হাতিয়ার করলেন চাকরিপ্রার্থীরা। বাড়িতে বসেই ভার্চুয়াল অনশনে যোগ দিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। শিক্ষক নিয়োগের দাবি নিয়ে বুধবার এই ‘ভার্চুয়াল অনশন’ চালিয়ে গেলেন উচ্চ প্রাথমিকের কয়েক হাজার চাকরিপ্রার্থী।

লকডাউনের মধ্যে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে শিক্ষক নিয়োগের কথা জানিয়েছেন চাকরিপ্রার্থীরা। কখনও আবার ফেসবুক লাইভের মাধ্যমে নিয়োগের দাবির কথা জানিয়েছেন তাঁরা।

২০১৪ থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। তবে সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। গতবছর পুজোর আগে স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে। তালিকায় গরমিলের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয় চাকরিপ্রার্থীদের একাংশ। এরপর নিয়োগ প্রক্রিয়া স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার মামলা দ্রুত শুনানির জন্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানায়।

Previous article“সরকারি হাসপাতালে শুধু করোনার চিকিৎসা হলে অন্য রোগীরা কোথায় যাবে?” প্রশ্ন তুলে বিক্ষোভ কংগ্রেসের
Next articleফের তিন স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, রাজ্যের হস্তক্ষেপ দাবি