ফের তিন স্কুলে অভিভাবকদের বিক্ষোভ, রাজ্যের হস্তক্ষেপ দাবি

স্কুলে স্কুলে ফি মকুবের দাবিতে বিক্ষোভ অব্যাহত। রোজই রাজ্যের বিভিন্ন স্কুলে চলছে বিক্ষোভ। বুধবারের পর বৃহস্পতিবারও। এদিন নিউটাউনের ডি পি এস স্কুল, বেনিয়াপুকুরের আলবানি আল পাবলিক স্কুল এবং দুর্গাপুরের কারমেল স্কুলে টানা দ্বিতীয় দিন অভিভাবকরা বিক্ষোভ দেখালেন। বি ডি স্কুলের অভিভাবকদের স্পষ্ট কথা, স্কুল হচ্ছে না, তাই সব ফিজ নেওয়া যাবে না। যেগুলির সুবিধা পড়ুয়ারা নিচ্ছে না, তার ফিজ নেওয়া যাবে না। অন্যদিকে
আলবানি আল পাবলিক স্কুলের অভিভাবকদের দাবি, তিন মাসের ফিজ মকুব করতে হবে। এই পরিস্থিতিতে স্কুলের ফিজ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে দুর্গাপুরের কারমেল স্কুলে এদিনও কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে বসেননি বলে অভিযোগ। অভিভাবকরা চান রাজ্য সরকার এ ব্যাপারে নির্দিষ্ট নীতি তৈরি করে তা প্রয়োগ করুক। নইলে স্কুলগুলি স্বেচ্ছাচারিতা চালাচ্ছে।

Previous articleস্কুল সার্ভিস কমিশনে নিয়োগের দাবিতে এবার ভার্চুয়াল অনশন চাকরিপ্রার্থীদের
Next articleসুখবর : ১ জুলাই আনলক পাহাড়, স্বাস্থ্যবিধি মেনে খুলছে হোটেল- হোম স্টে