“জাতীয় মন্ত্র হোক করব অথবা মরব”! চিনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রকে বার্তা অধীরের

অধীর চৌধুরী। (ফাইল ছবি)

চিনা আগ্রাসনের বিরুদ্ধে ফের সরব হলেন লোকসভায় কংগ্রেস বিরোধী নেতা অধীর চৌধুরী। অনেক হয়েছে সহনশীলতা এবার প্রত্যাঘাতের পালা।

আজ, শুক্রবার এক টুইট বার্তায় বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী লেখেন, “ভারত-চিন সীমান্তের পরিস্থিতি আশঙ্কাজনক। আমাদের সীমান্তবর্তী অঞ্চল আরও সঙ্কুচিত করার চেষ্টা চলছে। ভারতের অপরিকল্পনার সুযোগ নিতে চাইছে চিন। প্রত্যাঘাত করতে হবে চিনকে। বারে বারে প্রত্যাঘাত করতে হবে ড্রাগনকে, যারা ভারতকে তাদের কব্জায় আনতে চেয়েছিল।”

চিনা আগ্রাসনের বিরুদ্ধে তিনি আরও লেখেন, “করব অথবা মরব, এটাই হোক আমাদের জাতীয় মন্ত্র। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের প্রত্যাঘাত করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে, যে চিন একটি আন্তর্জাতিক সমস্যা এবং তাকে দমনেও আমরা সক্ষম।”

Previous articleফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে, নিকেশ ৩ সন্ত্রাসবাদী
Next articleপোষা ছাগলকে কামড়েছে কুকুর, চল্লিশের বেশি কুকুরকে বিষ খাইয়ে খুন !