ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে, নিকেশ ৩ সন্ত্রাসবাদী

ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে। ত্রাল এলাকায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল ৩ সন্ত্রাসবাদীর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ কাশ্মীরের ত্রালের চেওয়াউল্লার এলাকায় শুরু হয় এনকাউন্টার। শুক্রবার সকাল পর্যন্তও এই গুলির লড়াই চলে । পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে মারা গিয়েছে তিন সন্ত্রাসবাদী, জখম দুই সশস্ত্র জওয়ানও।
জানা গিয়েছে , মৃত সব জঙ্গি স্থানীয় যুবক।
বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর আসে যে ওই এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে । এরপরই নড়েচড়ে বসেন নিরাপত্তারক্ষীরা । জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনীর ৪২ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ যৌথ অভিযান চালাপোর সিদ্ধান্ত নেয়। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়লে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তখন পালটা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও।
চলতি মাসে এখনও পর্যন্ত এই নিয়ে ১২টি এনকাউন্টার হল দক্ষিণ কাশ্মীরে। নিকেশ হয়েছে ৩৩ জন সন্ত্রাসবাদী।

Previous articleবাংলায় লকডাউন বৃদ্ধি কেন? শ্বেতপত্রে কারণ জানাক রাজ্য, দাবি বঙ্গ বিজেপির
Next article“জাতীয় মন্ত্র হোক করব অথবা মরব”! চিনা আগ্রাসনের বিরুদ্ধে কেন্দ্রকে বার্তা অধীরের