পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে প্রায় প্রতি দিন। এদিকে করোনা পরিস্থিতিতে যানবাহনের সমস্যা! জেলা থেকে কলকাতায় রোজ যাতায়াত প্রায় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের।

এবার মিলবে কিছুটা স্বস্তি। ১ জুলাই থেকে শুরু হচ্ছে চন্দননগর টু কলকাতার মিলেনিয়াম ঘাট পর্যন্ত দ্রুতগতির জলযান পরিষেবা। সোম থেকে শুক্রবার ব্যস্ত অফিস টাইমে এই দ্রুতগতির জলযান চন্দননগর থেকে কলকাতা পৌঁছে দেবে মাত্র ঘণ্টা দেড়েকে। সকাল ৮টায় চন্দননগর থেকে যাত্রা শুরু করে শেওড়াফুলি, দক্ষিণেশ্বর ছুঁয়ে কলকাতার মিলেনিয়াম জেটিতে পৌঁছবে সকাল সাড়ে ৯টা নাগাদ। অফিস ফেরত বাড়ি ফেরার সময়ে এই দ্রুতগতির জলযান মিলেনিয়াম ঘাট ছাড়বে বিকেল ৪টের সময়ে। চন্দননগর পৌঁছবে বিকাল ৫ টা ৪৫ মিনিট নাগাদ।
সাধারণভাবে চন্দননগর কিংবা ব্যান্ডেল থেকে এখন যে জলযান কলকাতা যাতায়াত করে তাতে সময় লেগে যায় সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা। ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলা সাধারণ জলযানে কলকাতা পৌঁছতে দিনের অনেকটা সময়ই চলে যায় যাত্রীদের।
অসপ্রে ওয়াটার ওয়েজের দ্রুতগতির জল পরিবহণ সেবা চালু হলে ব্যান্ডেল, চুঁচুড়া, হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার বিস্তীর্ণ এলাকার মানুষের সঙ্গে কলকাতার যোগাযোগ সহজ হবে বলে মনে করছেন অসপ্রে ওয়াটারওয়েজের কর্ণধার অঞ্জন সিনহা।
