আমফান বিধ্বস্ত এলাকায় দুর্গতদের সাহায্য করতে পৌঁছলো BHS’95

করোনা আবহে সাধারণ মানুষের কাছে এখনও সুপার সাইক্লোন আমফানের স্মৃতি অক্ষত। পশ্চিমবঙ্গের বেশকিছু জেলা ক্ষতিগ্রস্ত আমফানের তাণ্ডবে। শুধু তাই নয়, বেশ কিছু মানুষের মাথার উপরের ছাদটুকু কেড়ে নিয়েছে এই ঝড়। মানুষ এবং পশুকে থাকতে হচ্ছে একঘরে।

এবার সুন্দরবনের গোসাবা ব্লকের রাঙাবেলিয়া অঞ্চলে পৌঁছে গেল বারুইপুর হাইস্কুলের ১৯৯৫ সালের ব্যাচ (BHS’95)। ভৌগোলিক নির্দেশিকায় জায়গাটি গদখালী সংলগ্ন নদীর ওপারে। আমফান বিধ্বস্ত মারণ ভাইরাস করোনা অতিমারি আবহে সুন্দরবনের জীবনযাত্রা আজ বিপর্যস্ত। সেই কারণেই অসহায় মানুষদের দিকে হাত বাড়িয়ে দিল BHS’95। গত ২১ জুন এই সংগঠন বারুইপুরের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে আমফান সংক্রান্ত এক দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলো। ফের শনিবার আমফান দুর্গতদের কাছে পৌঁছে দিলো ত্রাণ।

Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleকং জমানাতেই ভারতের ৪৫ হাজার বর্গ কিমি দখল করে চিন, সোনিয়াদের ধুয়ে দিলেন পাওয়ার !