গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯০৬ জন। এখনও পর্যন্ত দৈনিক সংক্রমণ বৃদ্ধির নিরিখে এটাই সর্বাধিক। তবে সংক্রমণ বাড়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থতারও রেকর্ড হয়েছে। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন প্রায় ১৩ হাজার ৮৩২ জন। দেশে সুস্থতার হার ৫৮.৫৬ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, রবিবার সকালে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫,২৮,৮৫৯। কোভিড সংক্রমণে দেশে মৃত্যু হয়েছে ১৬,০৯৫ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩,০৯,৭১৩ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ২,০৩,০৫১।
