Sunday, November 16, 2025

কং জমানাতেই ভারতের ৪৫ হাজার বর্গ কিমি দখল করে চিন, সোনিয়াদের ধুয়ে দিলেন পাওয়ার !

Date:

Share post:

চিন ইস্যুতে রাহুল গান্ধীর মুখে ঝামা ঘষে দিলেন কংগ্রেসেরই শরিক দলের নেতা শারদ পাওয়ার। কড়া মন্তব্যে বুঝিয়ে দিলেন, লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের মত ইস্যু নিয়েও মোদি-বিরোধী যে সস্তা রাজনীতি করতে নেমেছেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা, তা কাম্য নয়। চিনের ইস্যুকে যেভাবে কেন্দ্র-বিরোধী রাজনীতির হাতিয়ার করতে চাইছে কংগ্রেস, তার তীব্র সমালোচনা করে কংগ্রেসের শরিক দল এনসিপির সুপ্রিমো বলেন, জাতীয় নিরাপত্তার ইস্যু নিয়ে রাজনীতি করা উচিত নয়।

গালওয়ান উপত্যকায় সেনা সংঘর্ষের পর থেকেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিশানা করে চিন ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে মরিয়া। চিনের বজ্জাতির সমালোচনা না করে মোদি বিরোধী আক্রমণে মন দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, মোদি চিনের কাছে আত্মসমর্পণ করেছেন বলেই ভারত ভূখণ্ডে ঢুকে পড়েছে চিন। এমনকী বেজিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করতে অতীতে মোদি যে প্রচেষ্টা করেছিলেন তাকেও কটাক্ষ করেছেন রাহুল। আর এবার রাহুলের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জবাব এল কংগ্রেসেরই শরিক নেতা শারদ পাওয়ারের কাছ থেকে। কংগ্রেসের বন্ধু দল এনসিপির প্রধান রাহুলকে মনে করালেন, জাতীয় নিরাপত্তার ইস্যু অতি স্পর্শকাতর বিষয়। এসব নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এমনকী কংগ্রেসের অবস্থানকে পুরোপুরি খারিজ করে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন পাওয়ার। বলেছেন, লাদাখের বিষয়টি চরিত্রগতভাবে অত্যন্ত স্পর্শকাতর, এটাকে সরকারের ব্যর্থতা বলা যায় না। এই প্রসঙ্গে কংগ্রেসকে তার অতীত ইতিহাস মনে করিয়ে দিতেও ছাড়েননি প্রবীণ বিরোধী নেতা। পাওয়ার বলেন, কেউ ভুলে যায়নি ১৯৬২ সালের যুদ্ধের পর চিন ৪৫ হাজার বর্গ কিলোমিটার ভারত ভূখণ্ড দখল করে নিয়েছিল। সেই জমি আজও চিনের দখলে। কংগ্রেসকে পাওয়ারের মোক্ষম খোঁচা, আমি যখন এখন কোনও অভিযোগ তুলব তখন যেন ভুলে না যাই আমি যখন ক্ষমতায় ছিলাম তখন কী করেছি। স্পষ্টতই তাঁর ইঙ্গিত ১৯৬২-র কংগ্রেস জমানার দিকে। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা শরিক দলের নেতা পাওয়ারের এই কটাক্ষ কংগ্রেস কীভাবে হজম করে তাই এখন দেখার।

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...