আনলক-2: কনটেনমেন্ট জোনে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন, বাকি অংশে নয়া গাইডলাইন প্রকাশ

৩১ জুলাই পর্যন্ত কনটেনমেন্ট জোনে বজায় থাকবে লকডাউন দেশের বাকি অংশে আনলক 2 শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে। তার নতুন রূপরেখা প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কনটেনমেন্ট জোনে জারি থাকছে লকডাউনের নিয়ম-বিধি। কিন্তু তার বাইরে দেশের বাকি অংশের জন্য কী গাইড লাইন দেওয়া হয়েছে আনলক 2-তে?

• ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান, তবে অনলাইনে লেখাপড়া চলবে

• স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ ছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ

• মেট্রো চলাচল বন্ধ

• বন্ধ থাকছে সিনেমা হল, জিম, ক্লাব, বিনোদন পার্ক, বার, প্রেক্ষাগৃহ এবং এই ধরনের যে কোনো ক্ষেত্র

• বন্ধ সব ধরনের বড় জমায়েত

• দেশের মধ্যে নিয়ন্ত্রিতভাবে ট্রেন এবং বিমান পরিষেবা চলবে

• নাইট কার্ফুর সময়সীমা কমালে কেন্দ্রও, রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বহাল থাকবে নাইট কার্ফু

• জরুরি পরিষেবা ছাড়া আর কোন ধরনের যাতায়াত বা কাজ এই সময়ের মধ্যে করা যাবে না

Previous articleমুখ্যমন্ত্রীর অনুরোধ রাখতে জরুরি পরিষেবা দিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ
Next articleকনটেইনমেন্ট জোন নির্ধারণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্র মন্ত্রক