পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যুকাণ্ডের তদন্তে নামবে সিবিআই

পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ফুঁসছে সারা দেশ। তামিলনাড়ুর থোথুকুড়ি থানার ঘটনায় হতবাক দেশবাসী। তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট ঘটনার তদন্তের ভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দড়ি দিয়ে হাত-পা বেঁধে সিলিং থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে একজনকে। তেল মাখিয়ে পায়ুদ্বারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লম্বা লাঠি। বাঁচার জন্য চিৎকার করছেন ওই ব্যক্তি। থানার ওই ঘরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন। ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুই পুলিশ আধিকারিকে সাসপেন্ড করা হয়েছে।

মৃতের পরিবারের জানিয়েছে, ওই এলাকায় জয়রাজ পি’র মোবাইলের দোকান রয়েছে। লকডাউনের সময় ওই ব্যক্তি দোকান খুলে ছিলেন বলে অভিযোগ ওঠে। শনিবার পুলিশ গ্রেফতার করে তাঁকে। বাবাকে ছাড়াতে ছেলে জে বেনিক্স থানায় যান। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে গিয়ে ওই দুজনের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার জে বেনিক্স এবং মঙ্গলবার ওই বৃদ্ধ মারা যান।

Previous articleবিদেশিনীর পুত্রের কীভাবে ভারতপ্রেম থাকবে? রাহুলকে খোঁচা সাধ্বী প্রজ্ঞার
Next articleমহামারীর কারণে ধাক্কা উড়ানে, পরিষেবা কমছে কলকাতায়