Tuesday, November 18, 2025

মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখতে জরুরি পরিষেবা দিতে চায় মেট্রো রেল কর্তৃপক্ষ

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন জুলাই থেকে শহরের বুকে চালু হোক মেট্রো রেল পরিষেবা। সেইমতো আজ, সোমবার সকালে নবান্নে মেট্রো রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘন্টাখানেক বৈঠকের শেষে মেলেনি কোনও সমাধান সূত্র। মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সামাজিক দূরত্ব বিধি এবং স্বাস্থ্যবিধি মেনে এখনই পরিষেবা দেওয়া সম্ভব নয়। সেই পরিকাঠামো মেট্রো রেলের নেই। বরং, বিষয়টি নিয়ে রেল মন্ত্রকের সঙ্গে আলোচনা করুক রাজ্য সরকার।

মেট্রোর পরিষেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মুখ্যমন্ত্রীর সেই অনুরোধে শেষপর্যন্ত কিছু সিদ্ধান্ত বদলের পথে হাঁটল KMRC.

এ দিন সাংবাদিক বৈঠক করে মেট্রোর CPRO ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় জানান, সর্বসাধারণের জন্য মেট্রো পরিষেবা দেওয়া এখনই সম্ভব নয়। তবে শর্তসাপেক্ষে জরুরি পরিষেবার জন্য ট্রেন চালাতে পারে মেট্রো কর্তৃপক্ষ। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরাই এই পরিষেবা পাবেন বলে স্পষ্ট জানান ইন্দ্রানীদেবী। পাশাপাশি তিনি আরও জানান, মেট্রো চালু করতে কী কী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা ফের একবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পরই ঠিক করবে মেট্রো কর্তৃপক্ষ।

তবে জরুরি পরিষেবা দিতে রাজি হলেও, ঠিক কবে থেকে তা শুরু হবে এ বিষয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। পুরো বিষয়টি নিয়ে তারা রাজ্য সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছে।

spot_img

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...