Breaking: রাজীব সিনহা অবসরেই, মুখ্যসচিব কে?

নবান্নসূত্রে একাধিক খবর আসছে। সর্বশেষ খবর, সেপ্টেম্বরে অবসর নিচ্ছেন মুখ্যসচিব রাজীব সিনহা। তাঁকে এক্সটেনশন দেওয়ার কথা একটি মহল ভেবেছিল। দিল্লির অনুমোদনের জন্য চিঠিও পাঠানো হচ্ছিল। কিন্তু অন্য সূত্র বলছে, তেমন চিঠি যাচ্ছে না। তাছাড়া রাজীব সিনহার এক্সটেনশন দিল্লিও অনুমোদন না করতে পারে। ফলে তাঁর অবসর পাকা। তবে রাজ্য অন্য কোনো পদ তৈরি করে তাঁকে অবসরের পর কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন পরবর্তী মুখ্যসচিব কে হবেন? সাধারণভাবে যে কোনো সুস্থবুদ্ধির লোক অনুমান করবে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ই মুখ্যসচিব হবেন। তিনিই যোগ্যতম। তবে নবান্নে চোরাস্রোত অনেকরকম। মুখ্যমন্ত্রীর সচিব গৌতম সান্যাল কী ভাবছেন, সেদিকেও নজর রাখছেন অনেকে। এর আগে একসময় অত্রি ভট্টাচার্য উল্কাউত্থানে স্বরাষ্ট্রসচিব হয়েছিলেন। কিন্তু আপাতত তিনি সাধন পাণ্ডের ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব। আলাপন অবশ্য দক্ষ, পরিণত, হেভিওয়েট। তাছাড়া বাঙালি মুখ্যসচিবের দাবিতেও সক্রিয় বড় অংশ। তবু, অন্য নামও শোনা যাচ্ছে। যেহেতু সামনে বিধানসভা ভোট আসছে, তাই মুখ্যসচিব পদটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জল্পনাও বাড়ছে।

Previous articleজুলাইয়ের মাঝামাঝি মাধ্যমিকের ফলপ্রকাশ করতে পারে পর্ষদ
Next articleলক্ষ্য চিন, করোনা বিশ্ব মহামারির কারণ খুঁজতে এবার তদন্ত চাইছে ভারতও