দিনের শুরুতেই কেঁপে উঠল ভূস্বর্গ

ফের ভূমিকম্পে কেঁপে উঠল। মঙ্গলবার সকাল ৮ টা ৫৬ নাগাদ জম্মু কাশ্মীরে কাত্রা থেকে ৮৪ কিমি পূর্বদিকে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪। যদিও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

জুন মাসে শুধুমাত্র কাশ্মীরে এই নিয়ে ৬ বার ভূমিকম্প হলো। অন্যদিকে দিল্লি সহ পার্শ্ববর্তী রাজ্য বেড়েছে ভূমিকম্পের প্রবণতা। একইসঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে প্রায়ই ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। রবিবার কেঁপে উঠেছে মেঘালয়ের একাংশ। জুনের তৃতীয় সপ্তাহে ৫ বারের বেশি ভূমিকম্প হয়েছে মিজোরামে।

Previous articleসভায় কেন বহিষ্কৃত নেতা? ক্ষুব্ধ তৃণমূলের কোচবিহারের জেলা নেতৃত্ব
Next articleদুর্নীতি রুখতে তৃণমূল কংগ্রেসের কড়া দাওয়াই চলছে, এবার হাওড়া