কোনও রাজ্যের আর শ্রমিক স্পেশাল ট্রেনের দাবি নেই, জানালো রেল

কোনও রাজ্যই আর নতুন করে ‘শ্রমিক স্পেশাল ট্রেনের প্রয়োজনের কথা জানাচ্ছে না। এ ধরনের ট্রেনের চাহিদা প্রায় শেষ৷

রেলের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, এই স্পেশাল ট্রেনের প্রয়োজনীয়তা কমেছে৷ তবে কোনও রাজ্য যদি এখনও এই ট্রেনের জন্য অনুরোধ করে তা হলে চালানোর ব্যবস্থা করা হবে। রেলের তরফে বলা হয়েছে, গত রবিবার ও মঙ্গলবার একটিও শ্রমিক স্পেশাল ট্রেন চলেনি। নতুন ভাবে একটি ট্রেনের জন্যই আবেদন ছিল। কর্নাটক সরকারের সেই আবেদনের ভিত্তিতে সোমবার বেঙ্গালুরু থেকে মুজফ্‌ফপুরের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। রেল জানিয়েছে, রাজ্যগুলি যদি প্রয়োজন মনে করে তা হলে রেল ফের শ্রমিক স্পেশাল ট্রেন চালাতে তৈরি৷ এখনও পর্যন্ত সব মিলিয়ে ৪,৫৯৬টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে।

Previous articleটানা তিন মাস ব্যাট স্পর্শই করেননি স্মিথ!
Next articleবিপুল সামরিক সরঞ্জাম দিয়ে ভারতকে সাহায্য বন্ধু রাষ্ট্রগুলির