করোনাকে হারিয়ে ৮ দিনে সুস্থ ৯৮- এর বৃদ্ধ

বয়স প্রায় ১০০ র দোরগোড়ায়। কিন্তু বয়স একটা সংখ্যা মাত্র। মনের জোর রোগ মুক্তির উপায় খুঁজে দিল। ৯৮ বছর ৫ মাস বয়সে প্রমাণ করলেন শ্রীপতি নারায়ণ। করোনাকে জয় করে মাত্র ৮ দিনে বাড়ি ফিরলেন তিনি। কলকাতার হাসপাতাল থেকে ডায়মন্ড হারবারের বাড়িতে ফেরেন বৃদ্ধ।

স্পষ্টতই, করোনাভাইরাস যোদ্ধাদের কাছে তিনি সবচেয়ে বড় অনুপ্রেরণা। সম্ভবত এই মুহূর্তে রাজ্য তথা দেশের প্রবীণতম করোনাজয়ী। গত ২২ জুন, ডায়মন্ড হারবারের ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা শ্রীপতি নারায়ণের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে কাঁকুড়গাছির এক বেসরকারি নার্সিংহোমে রেফার করা হয়।

ডা. সৌম্যদীপ চক্রবর্তীর অধীনে ২৫ জুন থেকে শুরু হয় তাঁর চিকিৎসা। ৩০ জুন নিউটাউনের বেসরকারি ল্যাব থেকে ওই বৃদ্ধের সোয়াব টেস্ট করানো হয়। রিপোর্ট আসে নেগেটিভ। এরপর বুধবার বাড়ি ফেরেন তিনি। বেসরকারি নার্সিংহোমের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। সৌম্যদীপ চক্রবর্তী জানান, “ওঁর ব্লাড প্রেসার ব্লাড সুগার কোনওটাই নেই। ফলে সুস্থ হতে কম সময় লেগেছে।”

Previous articleক্রমেই রেকর্ড গড়ছে সোনার দাম, পাল্লা দিচ্ছে রুপো
Next articleমুরগি বদলে দিল যুবকের ভাগ্য ! কী ভাবে দেখুন…