Thursday, November 13, 2025

সায়ন্তনের পর ‘বেলাগাম’ রাজু, থানার সামনে দাঁড়িয়েই হুমকি বিজেপি নেতার

Date:

Share post:

বিজেপি নেতা সায়ন্তন বসু থানা জ্বালানোর হুমকি দিয়েছিলেন এইচডি তার বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা করে পুলিশ কিন্তু তারপরেও বিজেপি নেতার গলায় হুমকি সুর। কোচবিহার কোতোয়ালি থানার সামনে দাঁড়িয়ে রাজ্যের প্রতিটি থানা ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।

কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে দলীয় সহকর্মীদের নিয়ে একটি সভায় তিনি বলেন, “আমাদের যা ক্ষমতা রয়েছে তাতে আমরা যে কোন থানায় ঢুকে সেই থানা ভেঙে গুঁড়িয়ে দিতে পারি”। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের জমি দখল করে সেগুলিতে কার্যালয় তৈরি করা হয়েছে। ক্ষমতায় এলে সেই কার্যালয়গুলিকে বিজেপি ভেঙে গুঁড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন রাজু।
বৃহস্পতিবার, কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি কর্মীদের উপরে লাগাতার আক্রমণ, হুমকি এবং খুনখুনি চলছে রাজ্যে। অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে গ্রেফতার করা হচ্ছে না।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সরাসরি ‘ক্রিমিনাল’ বলে কটাক্ষ করেন রাজু বন্দ্যোপাধ্যায়।
রাজু বন্দ্যোপাধ্যায়ের কথার জবাবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মন্তব্য করেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পাগলে কী বকল তার প্রেক্ষিতে আমার কিছু বলার নেই। পাগল যা খুশি তাই বলতে পারে”।

কিন্তু কেন্দ্রের তরফে জামায়াতে নিষেধাজ্ঞা থাকলেও, এদিন বিজেপি থানা ঘেরাও অভিযানে যথেষ্ট সংখ্যক লোক ছিল। শুধু তাই নয়, সামাজিক দূরত্ব বৃদ্ধি সামান্যতম মানা হয়নি।

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...