Saturday, December 20, 2025

দর্শকদের মন জয় করার সব রসদ মজুত ‘পৌষে বদলা ‘ ছবিতে

Date:

Share post:

বসন্তকালে যখন পৌষের আগমন তখনক বদলা নিতে আসছে গোয়েন্দা অনির্বাণ। সৌজন্যে নতুন বাংলা ছবি ‘পৌষে বদলা’। পরিচালক নবাগত জিবি।রহস্যে রোমাঞ্চিত ভরপুর ছবির গল্প। ছবির চিত্রনাট্যে ফ্রেম টু ফ্রেম রয়েছে থ্রিলারের ছোঁওয়া। গোয়েন্দা নির্ভর এই ছবি দর্শকদের চোখের খিদে বাড়িয়ে তুলবে। সম্প্রতি এই ছবির পোস্টার প্রকাশিত হল। অন্যান্য গোয়েন্দা গল্পের থেকে এই গল্প একটু অন্যরকম। গল্পে রাখা হয়েছে বেশ নতুনত্ব, যার মূল কারিগর সৌভিক দে, জিবি ও সৌরদীপ ঘোষ।
৩১ শে আগস্ট, ২০১৯ এ একটি ছেলে তার প্রিয় বন্ধুর হাতে খুন হয়। ঘটনাস্থলে তদন্তে এসে পুলিশ একটি ফোন পায়। তিন বন্ধুুর সঙ্গে বাড়িতে পার্টির দিনেই ছেলেটি খুন হয়৷ পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে যে নর্মাল কার্ডিয়াক অ্যারেস্টের ফলে ছেলেটির মৃত্যু হয়েছে। অপরাধীর বাবা ছিলেন একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা। যার কাছে এই ঘটনাটি নিছকই পরিকল্পনামাফিক খুন বলেই মনে হয়। তিনি খুনের কিনারার জন্য গোয়েন্দা অনির্বাণকে দায়িত্ব দেন।
কিন্তু আদৌ কী তিনি সফল হবেন? এমনই একটি গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবি।
ইউনিক্স অফিশিয়ালের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সৌভিক দে। ছবির সহযোগী প্রযোজক অমৃতাঙ্গসু চক্রবর্তী ও সৌরিশ দে। ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন প্রিয়ম দে। ছবির সহযোগী পরিচালক কৌস্তুভ সাহা। ছবিতে মেকআপের দায়িত্ব সামলেছেন বিদিশা ভৌমিক৷
এই ছবিতে গোয়েন্দা অনির্বাণের চরিত্রে অভিনয় করেছেন সৌভিক দে। গোয়েন্দা অনির্বাণের অ্যাসিস্ট্যান্টের চরিত্রে অভিনয় করেছেন জিবি। এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৌম্য ঘোষ, দেবপ্রিয়া বন্দোপাধ্যায়, পার্থ সারথি শীল, তীর্থরাজ, অঙ্কিত দত্ত, ঋষি ও অর্ণব চোপড়া প্রমুখরা।

সংগীত পরিচালনা করেছেন সৈনিক ঘোষ । গানে কন্ঠ দিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী প্রতীক কুন্ডু , শ্রীলা চক্রবর্তী , স্নেহা ভট্টাচার্য । সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। আপামর সিনেমাপ্রেমীর মনে এই ছবি আলাদা জায়গা করে নেবে, এমনই আশা পরিচালকের ।

spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...