প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফর স্থগিত ঘিরে জল্পনা

দেশের সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ যাওয়ার কথা ছিলো শুক্রবার৷ হঠাৎই সেই সফর স্থগিত করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

চিন সীমান্তে উত্তেজনার প্রেক্ষিতে বিষয়টি পর্যবেক্ষণের জন্য শুক্রবার লাদাখ যাওয়ার কথা ছিল রাজনাথের।
সঙ্গে যাওয়ার কথা ছিলো ভারতের সেনাপ্রধান জেনারেল এমএম নরবনে’র৷ গত ৫ মে থেকে দুই প্রতিবেশী দেশের সীমান্ত বিবাদ নতুন করে শুরু হওয়ার পর এটাই ছিল প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবিত প্রথম সফর। কিন্তু হঠাৎই বাতিল করা হয়েছে এই সফর৷ সফর বাতিল করার কথা জানানো হলেও ঠিক কী কারণে সফর স্থগিত, তা সরকারিভাবে বলা হয়নি৷ কারন হিসেবে শুধু বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর লাদাখ সফর পুনর্নির্ধারিত হবে। এ ঘটনায় রাজধানীতে জল্পনা তৈরি হয়েছে৷ একাধিক অসমর্থিত সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রক থেকে সরতে হতে পারে রাজনাথ সিংকে৷ দিনকয়েকের মধ্যেই না’কি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী৷ সে কারনেই রাজনাথকে সীমান্তে যেতে নিষেধ করা হয়েছে৷

Previous article“কাউকে বলে নয়, সময় মতোই বদলা নেবো”! হুঙ্কার দিলীপের
Next articleদর্শকদের মন জয় করার সব রসদ মজুত ‘পৌষে বদলা ‘ ছবিতে