দুষ্কৃতী ধরতে গিয়ে সংঘর্ষে কানপুরে নিহত আট পুলিশ

কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গিয়ে তল্লাশি অভিযান চালানোর সময় অপরাধীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন পুলিশ কর্মী। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। নিহতদের মধ্যে এসপি পদমর্যাদার এক অফিসারও আছেন। জানা গিয়েছে, খুনের মামলার আসামী ও কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে খুঁজতে তল্লাশি অভিযান চালানোর সময় দুষ্কৃতীদের গুলির সামনে পড়ে পুলিশ বাহিনী। প্রাণ হারান এসপি দেবেন্দ্র মিশ্র সহ ৮ পুলিশ কর্মী। নিহতদের মধ্যে একজন সাব ইন্সপেক্টর ও পাঁচ পুলিশ কনস্টেবলও আছেন। দুষ্কৃতীদের গুলিতে আহত হয়েছেন আরও ১২ জনের বেশি পুলিশ কর্মী। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ও ফরেনসিক দল এলাকায় পৌঁছয়। প্রশাসন সূত্রে খবর, পুলিশের দলটি কানপুর দেহাতের শিবলি থানা এলাকার বিকরু গ্রামে অভিযান চালাতে গিয়েছিল। অভিযুক্ত বিকাশ দুবের বিরুদ্ধে সন্তোষ শুক্লা নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে ২০০১ সাল থেকে। উল্লেখ্য, এই সন্তোষ শুক্লা বিজেপির তৎকালীন মুখ্যমন্ত্রী রাজনাথ সিংয়ের সরকারের মন্ত্রী ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

Previous articleএকুশের লড়াইয়ের সুর বাঁধতে আজ তৃণমূলের মেগা ভার্চুয়াল সভা
Next articleভারী বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি