Big Breaking: করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। নিজেই টুইট করে জানালেন হুগলির বিজেপি সাংসদ। শুক্রবার তিনি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর আছে। গত এক সপ্তাহ ধরে সেল্ফ আইসোলেশনে আছি।”

সূত্রের খবর, জ্বর হওয়ায় লালারস পরীক্ষা করান লকেট চট্টোপাধ্যায়। কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর জ্বর না কমায় এবং ঘ্রাণশক্তি কমে যাওয়ায় দ্বিতীয় বার পরীক্ষা করান। সেই পরীক্ষার রিপোর্ট শুক্রবার পজিটিভ এসেছে। গত ২৬ জুন শেষবার পার্টি অফিসে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। আনলক ফেজ ওয়ানে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি।