ত্রিপুরায় প্রকাশিত হলো মাধ্যমিকের ফল

শুক্রবার প্রকাশিত হলো ত্রিপুরা বোর্ডের নতুন পাঠক্রমের মাধ্যমিকের ফল। চলতি বছর ৬৯.৪৯ শতাংশ পড়ুয়া মাধ্যমিক পাশ করেছে। গত বছর পাশের হার ছিল ৬৪.৬০ শতাংশ।

এদিন ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি জানান, চলতি বছর পরীক্ষায় ৫০ হাজার ২৬৫ জন নাম নথিভুক্ত করেছিল। যার মধ্যে পরীক্ষা দিয়েছে ৪৮ হাজার ৪৯৯ জন। এদের মধ্যে ২২ হাজার ৮৩৬ জন ছাত্র এবং ২৬ হাজার ১৫৮ জন ছাত্রী।
পর্ষদ সভাপতি জানিয়েছেন, উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হলে তা ৮ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে আগরতলার নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনের দীপায়ন দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৮৮।দ্বিতীয় স্থানে আছে রেশমবাগান হায়ার সেকেন্ডারি স্কুলের তৃষাশ্রী দেওয়ান, শঙ্করাচার্য বিদ্যায়তন বালিকা বিদ্যালয়ের মেঘা শর্মা এবং শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুলের অভিরাজ পাল। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৭। প্রথম দশে রয়েছে ২৪ জন ছাত্রছাত্রী।

Previous articleHOPE 2020: বিধ্বস্ত বাংলার পাশে উত্তর আমেরিকার বাঙালিরা
Next article৩১ জুলাই পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা