২০২১,২০২২ সালে আই সি এস ই ও আই এস সি পরীক্ষার সিলেবাস কমানো হচ্ছে।

আগামী দু বছর ও আই সি এস ই ও আই এস সি সিলেবাস কমছে। শুক্রবার বোর্ডের অনুমোদিত স্কুলগুলিকে প্রিন্সিপাল এমনই জানিয়েছে আইসিএসই বোর্ড। পাশাপাশি পরিবর্তিত সিলেবাস কি হবে সেই বিষয়েও বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে স্কুল গুলিকে। মূলত গত ৪ মাস ধরে লকডাউন এবং করোনা ভাইরাস সংক্রমণের জন্য স্কুল বন্ধ রয়েছে। অনলাইনে ক্লাস হলেও ক্লাসরুমে ক্লাস হয়নি। আর তাই সিলেবাস কাটছাঁট করার সিদ্ধান্ত বোর্ডের।
বোর্ডের তরফে স্কুলের প্রিন্সিপালদের জানানো হয়েছে যেহেতু গত ৪ মাস ধরে স্কুল বন্ধ এবং আগামী দিনে আর কতদিন স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে এখনও পর্যন্ত সুস্পষ্ট ধারণা নেই বোর্ডের কাছে। আগামী দিনে যদি আরো সময় ধরে স্কুল বন্ধ থাকে সে ক্ষেত্রে সিলেবাস আরও কমানো হতে পারে বলে শুক্রবার বোর্ডের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে।