বদলে গেল গ্যাস বুকিংয়ের নিয়ম ! দেখে নিন…

গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে রান্নার গ্যাসের জনপ্রিয় সংস্থা ইন্ডেন।

এই নিয়মের ফলে উপকৃত হবেন গ্রাহকরা। চলতি মাস থেকেই জারি হয়েছে এই নিয়ম। রান্নার গ্যাস গ্রাহকেরা ঠিকঠাক পাচ্ছেন কি না তা সুনিশ্চিত করতে এই নিয়ম জারি করেছে ইন্ডেন। জানা গিয়েছে, এবার গ্যাস ডেলিভারি বয়কে মোবাইলে আসা অথেন্টিকেশন কোড‌ও জানাতে হবে গ্রাহকদের। এই কোড ডেলিভারি বয়কে না জানালে ভর্তুকির টাকা পেতে সমস্যায় পড়বেন গ্রাহকরা।

এছাড়াও পরের বার নতুন সিলিন্ডার বুক করতে গিয়েও বিস্তর সমস্যার সম্মুখীন হতে পারেন গ্রাহকেরা। তাই এবার শুধু অনলাইন পেমেন্ট বা নগদে টাকা মেটালেই হবেনা।অথেন্টিকেশন কোড‌ও দরকার পড়বে।

Previous articleসৌজন্যের নজির: “বড় দিদি হিসেবে পাশে আছি”, লকেটকে মমতা
Next articleবৃদ্ধ দম্পতির তার জড়ানো দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা?