সৌজন্যের নজির: “বড় দিদি হিসেবে পাশে আছি”, লকেটকে মমতা

বরাবরই রাজনৈতিক সৌজন্যের নজির রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হল না। বিজেপি সংসদ লকেট চট্টোপাধ্যায়ের করোনা হয়েছে খবর পেয়েই তাঁকে ফোন করেন মমতা। সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, “বড় দিদি হিসেবে পাশে সবসময় আছি”।

এর আগেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ জেনে তাঁর সঙ্গে দেখা করতে পাম অ্যাভিনিউর আবাসনে গিয়েছিলেন মমতা। সরকারের তরফ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের সমস্ত খরচার ভার বহন করতে চেয়েছিলেন। কয়েক মাস আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে পরামর্শ দেন, করোনা পরিস্থিতিতে অবশ্যই মাস্ক ব্যবহার করেন। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য যতই থাকুক সৌজন্যে কখনও বিভেদ করেননি মমতা।

Previous articleটালিগঞ্জে মহিলা খুনে পুলিশি জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, জানলে শিউরে উঠবেন!
Next articleবদলে গেল গ্যাস বুকিংয়ের নিয়ম ! দেখে নিন…