Thursday, August 21, 2025

রাজনৈতিক সংঘর্ষে অগ্নিগর্ভ কুলতলি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

Date:

এলাকা দখলকে কেন্দ্র করে ফের রাজনৈতিক সংঘর্ষকে করন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে। দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত কুলতলির মইপীঠ অঞ্চল।

বছরের পর বছর ধরে কুলতলিতে শক্ত ঘাঁটি এসইউসি’র। তাদের পক্ষ থেকে অভিযোগ, মইপীঠ থানার বৈকণ্ঠপুরে ৪ নং বাজার সংলগ্ন এলাকায় আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। একাধিক দোকান ভাঙচুরের করার পাশাপাশি এসইউসি কর্মী-সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়। মারধর করা হয় বলে অভিযোগ।

পাল্টা প্রতিরোধ গড়তে গিয়ে সেই সময়ে এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তৃণমূল নেতা অশ্বিনী মান্নাকে পিটিয়ে মারে বলে অভিযোগ উঠেছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী ভোলানাথ গিরি। তৃণমূলের দাবি, দলীয় কর্মীকে পিটিয়ে মেরেছে এসইউসি’র কর্মী-সমর্থকরাই।

গতকাল রাতে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এরপর আজ, শনিবার সকালে এসইউসি’র গ্রাম পঞ্চায়েত সদস্যা গীতা জানার স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় এলাকা থেকে। গীতাদেবীর অভিযোগ, তাঁর স্বামী সুধাংশু জানাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগও করেন তিনি। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যাই করেছেন সুধাংশু জানা।

ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারও সেখানে হাজির হয়েছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিডিও অফিসে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দিয়েছিল এসইউসি। তারপর থেকেই এলাকায় দু’পক্ষের মধ্যে গোলমাল শুরু হয়। যা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version