উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশের বাড়ি ভাঙলো প্রশাসন, ছেলের মৃত্যু কামনা মায়ের

ডিএসপি সহ ৮ জন পুলিশকে গুলি করে হত্যা করে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে। তাকে পাকড়াও করতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্তু তাদের এই অভিযানের কথা জেনে যাওয়াতেই ৮ জন পুলিশ কর্মী মারা যান ওই গ্যাংস্টারের গুলিবর্ষনে। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন উত্তাল উত্তরপ্রদেশ। যোগী সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও উঠছে প্রশ্ন। এই অবস্থায় কানপুরের ত্রাস বিকাশ দুবের বাড়িতে বুলডোজার চালালো স্থানীয় প্রশাসন।

এই ঘটনার জেরে জোরকদমে চলছে তদন্ত। অভিযুক্তদের খুঁজতে উত্তরপ্রদেশের সীমানা সিল করে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে কৃতকর্মের জন্য ছেলের মৃত্যু কামনা করলেন বিকাশের মা সরলা দেবী। বৃদ্ধা সরলাদেবী স্পষ্ট বলেন, “ভালো হবে যদি ও নিজে অত্মসমর্পণ করে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাতে থাকলে ওকে এনকাউন্টার করে মারা হোক। আমিও বলবো ওকে ধরো এবং এনকাউন্টার করে মেরে ফেলো।সারা জীবন অনেক পাপ করেছে ও। নির্দোষ পুলিশদের হত্যা করে জঘন্য অন্যায় করেছে ওর চরম শাস্তি হওয়া উচিত।”

বৃদ্ধা আরও জানান, এমন ছেলের জন্য তিনি লজ্জিত। গত ৪ মাস বিকাশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। লখনউতে তিনি ছোট ছেলের কাছেই থাকেন তিনি।

Previous articleএকদিনে ৭৪৩! ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড করোনা সংক্রমণ
Next articleশিলিগুড়িতে করোনা রোধে জরুরি বৈঠক, ডাক না পেয়ে ক্ষুব্ধ গৌতম