পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা অব্যাহত। এখনও সীমান্তে তৎপরতা রয়েছে লাল ফৌজের। এই আবহে রবিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৈঠকে বসেন। সূত্রের খবর, এদিন বৈঠকে সীমান্ত সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। শুক্রবার লাদাখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সম্পর্কে রাষ্ট্রপতিকে বিভিন্ন বিষয়ে জানান তিনি। পাশাপাশি জাতীয় বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। একই সঙ্গে এদিনের বৈঠকে চিনের বিরুদ্ধে ভারতের কৌশলগত অবস্থান কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
