মেডিক্যাল কলেজে প্লাজমা ব্যাঙ্ক, বেলেঘাটা আইডিতে উৎকর্ষ কেন্দ্র: মমতা

পূর্ব ভারতে প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক তৈরি হচ্ছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর ফলে করোনা চিকিৎসায় একটি দিগন্ত খুলে যাবে বলে আশা প্রকাশ করেন মমতা।

একই সঙ্গে তিনি জানান, বেলেঘাটা আইডি হাসপাতালে গঠিত হচ্ছে উৎকর্ষ কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, কোভিড ১৯ মোকাবিলায় অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে বেলেঘাটা আইডি হসপিটাল। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা খুবই ভালো কাজ করেছেন। এই কারণে করোনা চিকিৎসার উৎকর্ষ কেন্দ্র খোলা হচ্ছে বেলেঘাটা আইডিতে।

Previous article১০ দিনে ১০০ জন করোনা আক্রান্ত ক্যান্সার হাসপাতালে! গঠিত হল তদন্ত কমিটি
Next articleBig breaking : সেল্ফ অ্যাপ: নথিপত্র স্ক্যানে নতুন অ্যাপ আনল রাজ্য সরকার