কেন্দ্র-রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে রাজপথে বাম-কংগ্রেস

কেন্দ্র ও রাজ্য সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে ফের পথে নেমে যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করলি বাম-কংগ্রেস। আজ, মঙ্গলবার বিড়লা তারামন্ডল সংলগ্ন হো চি মিন মূর্তির সামনে (আই টি সি পার্ক) এই বিক্ষোভ দেখালো দুই রাজনৈতিক দল। এদিনের বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রমুখ। তাদের মূল দাবি মূল, করোনা মোকাবিলায় কেন্দ্র এবং রাজ্য, উভয় সরকারই চূড়ান্ত ব্যর্থ হয়ছে।

এছাড়াও যে দাবিগুলি তুলে ধরেছিল তারা—

★আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।
★ রেল, কয়লা, প্রতিরক্ষা-সহ রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র বেসরকারিকরণ করা চলবে না।
★ ডিজেল-পেট্রোল-কেরোসিন-রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বন্ধ হোক।
★ শ্রম আইন সংশোধন।
★ অস্বাভাবিক বিদ্যুৎ বিল মুকুব।

Previous articleভারতের ‘জেমস বন্ড’ ডোভাল কখনও ‘রিক্সাওয়ালা’ আবার কখনও ‘ফেরিওয়ালা’! রইল অসাধারণ গল্প
Next articleআমফানের ত্রাণ দুর্নীতি নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ